Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর,বরিশালকর্তৃক প্রদেয় সেবা সমূহ

সিটিজেন চার্টার 

ক্রঃ নং

শাখা

বিষয়

অন্যান্য অধঃস্তন দপ্তর হতে

নিস্পত্তির সময়

সরকারী ফি

(প্রযোজ্য ক্ষেত্রে)

প্রশাসন

(ক) সকল অধঃস্তন দপ্তরসহ অন্যান্য বিভাগ/দপ্তর/স্বায়ত্বশাষিত সংস্থাসহ অন্যান্য সংস্থা হতে প্রাপ্ত পত্র সমূহ

(খ) টাইমস্কেল দক্ষতাসীমা অতিক্রমের আদেশ ও অন্যান্য আর্থিক সুবিধার আবেদন সমূহ

(গ) কর্মকর্তা/কর্মচারীদের চাকুরী বিধি মোতাবেক প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করণ।

(ক) নাই

 

 

(খ) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক/ ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে প্রাপ্ত।

(গ) নাই

(ক) ৩ দিন

 

 

(খ) সকল কাগজপত্র সঠিক থাকলে সভা আহবান ও নিস্পত্তি ১০ দিন।

(গ)অভিযোগ প্রাপ্তির ৭ দিনের মধ্যে।

(ক) নাই

 

 

(খ) নাই

 

 

 

(গ) নাই

হিসাব ও নেজারত

(ক) পেনশন কেইস/টাইমস্কেল ও অন্যান্য আর্থিক সুবিধাদির আবেদন।

(খ) শ্রম ও পরিবহণ ঠিকাদার নিয়োগ।

(গ) সর্বপ্রকার বিল।

(ক) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক/ ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে প্রাপ্ত।

(খ) নাই

(গ) অত্র অফিস বা

বিভিন্ন সংস্থা হতে প্রাপ্ত।

(ক) সকল কাগজপত্র সঠিক থাকলে সভা আহবান ও নিস্পত্তি ১০ দিন।

(খ) মার্চ হতে জুন পর্যন্ত ২ বছর অন্তর অন্তর দরপত্র আহবান, সময়কাল ৩ মাস

(গ) সকল কাগজপত্র সঠিক থাকলে ৭ দিন।

(ক) নাই

 

 

 

(খ) পিপিআর অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে।

 

 

 

(গ) নাই।

মজুদ

(ক) মেজর চালকলের ক্ষেত্রে সরকারী নির্দেশ অনুযায়ী লাইসেন্স দেয়া ও ৩১ মে’র মধ্যে নবায়ন কার্যক্রম।

(খ) লাইসেন্সধারী চালকল মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে চাল সংগ্রহের বিষয় মনিটরিং করণ এবং কৃষকদের নিকট হতে ধান/চাল/গম সংগ্রহ করণের বিষয় সংক্রান্ত।

(ক) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে।

(খ) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক/ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

সকল কাগজপত্র সঠিক থাকলে তদন্তের জন্য ৭ দিন/ প্রয়োজন অনুসারে।

(ক) হাস্কিং মিল  লাইসেন্স ফি=১,০০০/- নবায়ন ফি=৫০০/-

 

(খ) মেজর/অটো লাইসেন্স ফি=৫,০০০/- নবায়ন ফি=২,৫০০/-

ইনভয়েস

চলাচল সূচীতে প্রাপ্ত খাদ্য শস্যের ভি-ইনভয়েস।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হতে প্রাপ্ত।

 

৫ দিন

নাই।